ধামরাইয়ে কলেজ ছাত্রী খুন !

0
28

নিউজ ডেস্ক:

ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারোপাইকা গ্রামে জোবেদা (১৯) নামের এক কলেজছাত্রী খুন হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাকে ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ রবিবার সকালে বাড়ির পাশের ভুট্টা খেতে জোবেদার লাশ পাওয়া যায়। জোবেদার দুইটা চোখই উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

জোবেদা মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম জয়নাল আবেদীন।

ধামরাই থানার ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এটা হতে পারে। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।