ধামরাইয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত অর্ধশতাধিক

0
4

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন এবং অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস জানায়, প্রতিক সিরামিক্স কারখানার ছুটি শেষে বাসটি কালামপুর থেকে নবীনগর যাচ্ছিল। জয়পুরা এলাকার আলদিন হাসপাতালের পাশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে। বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হন এবং আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে।

এ ছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।