বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ধর্ম উপদেষ্টার একান্ত সচিব হলেন মো. আশিকুল ইসলাম

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আশিকুল ইসলামকে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী মো. আশিকুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আশিকুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular