রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

দ.কোরিয়ার বুসানে নির্মাণাধীন হোটেলে আগুন, নিহত ৬

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে একটি নির্মাণাধীন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুসান শহরের ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য ৯০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং বহুতল ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করছে।

স্থানীয় এক অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেছেন, আমরা বর্তমানে ভবনের ভেতরে অনুসন্ধান করছি। পুলিশ এবং স্থানীয় সরকার শ্রমিকদের সঠিক সংখ্যা নির্ধারণ করছে । ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হলেও সব শ্রমিককে উদ্ধার করা গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি কর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে,নির্মাণাধীন এই হোটেলটি সিঙ্গাপুরভিত্তিক বিলাসবহুল হোটেল ও রিসোর্ট চেইন ‘ব্যানিয়ান ট্রি’র মালিকানাধীন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular