শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

দ্য সাউন্ট অন : বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

সংগীত ও মিডিয়া শিল্পের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ‘দ্য সাউন্ড অন’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা রুমেল আহমেদের নেতৃত্বে এটি শিল্পী ও সংশ্লিষ্টদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান নিয়ে এসেছে; যেখানে মিউজিক, অডিও, ভিডিও, ফিল্ম, কমেডি, ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের কনটেন্টের ডিস্ট্রিবিউশন সুবিধা দেওয়া হবে।

শিল্পী ও সংশ্লিষ্টদের জন্য ‘দ্য সাউন্ড অন’এর বিশেষ সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে—

সর্বোচ্চ সংখ্যক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউশন : স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, টাইডাল, বুমপ্লেসহ আরও অনেক জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে অডিও ডিস্ট্রিবিউশন সুবিধা।

ভিডিও ও ফিল্ম ডিস্ট্রিবিউশন : ইউটিউব, ভেভো, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পৌঁছে দেওয়ার সুবিধা।

ইউটিউব সিএমএস এবং কনটেন্ট আইডি সার্ভিস : ‘দ্য সাউন্ড অন’ শিল্পীদের কনটেন্ট রাইটস সুরক্ষার জন্য ইউটিউব সিএমএস এবং কনটেন্ট আইডি ব্যবস্থার মাধ্যমে স্বত্ব সংরক্ষণ নিশ্চিত করবে।

আর্টিস্ট রাইটস প্রোটেকশন ও কপিরাইট ম্যানেজমেন্ট : শিল্পীদের কপিরাইট সংরক্ষণ, পাইরেসি প্রতিরোধ ও স্বত্ব সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা।

মনিটাইজেশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট : গান, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ে সহায়তা।

প্রোমো ও মার্কেটিং সাপোর্ট : মিউজিক এবং কনটেন্টের প্রচার ও মার্কেটিংয়ের জন্য বিশেষ ক্যাম্পেইন ও বিজ্ঞাপনী সহায়তা।

নন প্রোমোশনাল আর্টিস্ট/লেবেল সুবিধা : কোনো অতিরিক্ত খরচ ছাড়াই শিল্পী ও সংশ্লিষ্টরা সহজেই তাদের কনটেন্ট যথাযথ স্থানে পৌঁছে দিতে পারবেন।

‘দ্য সাউন্ড অন’ ইতিমধ্যে বাংলাদেশ, ভারত, সার্বিয়া, বসনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্পী ও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ শুরু করেছে। ‘ইওর সাউন্ড, আওয়ার স্টেজ’ এই স্লোগানকে ধারণ করে, প্রতিষ্ঠানটি চায় প্রতিটি প্রতিভাবান শিল্পী তার সৃষ্টিশীলতা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারুক।

রুমেল আহমেদ বলেন, ‘দ্য সাউন্ড অন’ শুধু একটি ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম নয়, এটি শিল্পীদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান; যেখানে তারা তাদের কনটেন্টের সর্বোচ্চ মূল্য পাবেন এবং স্বত্ব সংরক্ষিত থাকবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular