নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে এখনও সফলতার মুখ দেখেনি সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর প্রথম ওয়ানডেতেও ১০ উইকেটে হেরেছে টাইগাররা।
তবে ব্যাট হাতে খুব যে খারাপ করেছে মাশরাফিবাহিনী তা কিন্তু নয়। মুশফিকের শতকে স্কোরবোর্ডে ২৭৮ রান তোলে বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকার কাছে টার্গেটটা যেন অতি সামান্যই মনে হচ্ছিল!
ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে তামিম ইকবালের অভাববোধ করেছে বাংলাদেশ। এই ধরনের ব্যাটিং ক্রিজে আরও বেশি রান করার দরকার ছিল। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেকথা স্বীকারও করলেন। সেই সাথে তিনি জানিয়ে দিলেন, দ্বিতীয় ম্যাচেই ফিরবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
ম্যাচ শেষে মাশরাফিকে তামিমের ইনজুরি নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক বলেন, তামিম এখন ভালো আছে। আশা করছি, দ্বিতীয় ম্যাচে সে খেলবে।
এছাড়া, এই ম্যাচে ওয়ান ডাউনে সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামানোর কারণটাও জানালেন মাশরাফি।
তিনি বলেন, তামিম আজকের ম্যাচে না থাকায় আমরা চাইছিলাম সিনিয়র ক্রিকেটাররা উপরে এসে ব্যাটিং করুক। এতে অন্যদের সুবিধা হবে। সেই চিন্তা করেই আজ সাকিবকে উপরে নামানো হয়েছে।