রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক:বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কতিপয় মাদক কারবারি উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৫ এর একটি দল বুধবার বিকেলে উক্ত স্থানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেলে একজন ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়।

ধৃত মো. মিজান (২১) উখিয়ার কুতুপালংস্থ আশ্রয় শিবিরের সি-ব্লকের বনি আমীনের ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরও স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব কর্মকর্তা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular