” দেশে মামলা হামলার মাধ্যমে চলছে সাংবাদিক নিধন ” বিএমএসএফ
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
রিপোর্ট : ইমাম বিমান: ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ‘রকেন্দ্রীয় কমিটির যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ওসাধারন সম্পাদক আহমেদ আবু জাফর উদ্যোগ প্রকাশ করে জানান, “দেশে সাংবাদিকদের উপরহামলা মামলার মাধ্যমে চলছে সাংবাদিক নিধন প্রক্রিয়া “।
প্রসংগত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নিয়াজ আহম্মেদ শিপন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম [বিএমএসএফ]।এজাহার সুত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের সেনপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য কাবেজ আলীর ছেলে সামিউল ইসলাম ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনকে দীর্ঘ দিন ধরে গুম করে হত্যা করার হুমকী দিয়ে আসছে। এ ঘটনায় জিবনের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২ নভেম্বর কালীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী (জিডি নং-৬৭) দায়ের করেন । ২১ জানুয়ারি রোববার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দলগ্রামের সেনপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকা ওই এলাকার কাবেজ ও তার ছেলে সামিউল ইসলাম সহ ৭/৮ জন লোক নিয়ে সাংবাদিক সিপনের গতিরোধ করেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা সিপনকে এলোপাতারি মারপিট করে ক্যামেরা, ল্যাপটপ কেড়ে নেয়। সিপনের আত্বচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।সোমবার(২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনার বিচার চেয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সাংবাদিক নিয়াজের উপর হামলার প্রতিবাদ জানতে সংগঠনের এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দুবৃত্ত কতৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, খুলনায় নারী সাংবাদিক ইসরাত ইভার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী, সার্জেন্ট কতৃক সাংবাদিক নাসির উদ্দিনের উপর হামলা, পত্রিকা সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা, ডিআইজির কতৃক দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টারনেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনকেফোনে প্রাণনাশের হুমকি,নারায়ণগঞ্জ২৪ডটনেট’ এরএডিটর ইনচীফ শাহজাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা, মাদকের বিরূদ্ধে সংবাদ প্রকাশ করায় ইফটিজিং এর শিকার “দৈনিক মাতৃছায়া”প্রত্রিকার নারী সাংবাদিক আফরোজা, সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা, ঢাকা রিপোর্টার ইউনিটির ( ডি আর ইউ) সাবেক সভাপতি “দৈনিক সকালের খবর” পত্রিকার সিনিয়র সাংবাদিক আজমল হক হেলাল, ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদ সহ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন বিপ্লব এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, রাজাপুরে সাংবাদিক রমজান আলীকে কুপিয়ে আহত্ করেউল্টো সাংবাদিক পরিবারের বিরুদ্ধে মামলা, সবশেষে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উত্তরবাংলাডট কমের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাংবাদিকনিয়াজ আহম্মেদ শিপনের উপর দুর্বৃত্তদের হামলাই জানান দিচ্ছে সারাদেশে এ সাংবাদিক নির্যাতন নয় নিধনও বটে। এরকম অসংখ্য সাংবাদিক রয়েছে যাদের দমন পিড়নের মাধ্যমে সাংবদিককে দাবীয়ে রাখা আর সাংবাদিন একই বলে বিএমএসএফ মনে করে।
তিনি আরো বলেন, সাংবাদিক বিভিন্ন সময় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে হামলার শিকার হচ্ছে। আর এই হামলার বিচার চাইতে আইনের স্বরনাপন্ন হলে পক্ষান্তরে এই হামলাকারী দুবৃত্তদের পাল্টা মিথ্যা মামলার আসামী সাজতে হয়। আজ দেশের অভ্যন্তরে জনবান্ধব পুলিশ সাংবাদিকের উপর হামলা, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তদন্ত এবং মামলার আসামীর বক্তব্য ছাড়াই চার্জশীট প্রদান করছে আর এ বিষয় পুলিশের কাছে জানতে চাওয়া পুলিশ আসামী সাংবাদিকের দেখা পাইনি বলে এড়িয়ে যাচ্ছে। আইন সবার জন্য সমান হলেও আজ সাংবাদিক মহল আইনের সঠিক বিচার থেকে বঞ্চিত থাকায় দেশে মামলা ও নির্যাতনের অন্তরালে চলছে সাংবাদিক নিধন প্রক্রিয়া।আমরা এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে জোর দাবী করছি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দুর্বৃত্তদের ধরিয়ে আইনের আওতায় আনা হোক।একজন সাংবাদিকের গায়ে হাত তুলবে, সাংবাদিকের উপর হামলা করবে।আমরা বিএমএসএফ’র পক্ষ থেকে সাংবাদিকের উপর হামলাকারী দূবৃত্তদের অতি সত্তর গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি।