দেশে বিনিয়োগের সুষ্ঠু ও সহায়ক পরিবেশ বিরাজ করছে !

0
34

নিউজ ডেস্ক:

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি  আবদুল মাতলুব আহমাদ বলেছেন, দেশে বিনিয়োগের সুষ্ঠু ও সহায়ক পরিবেশ বিরাজ করছে।
তিনি বলেন, ভূমি, বিদ্যুৎ এবং নিরাপত্তা; ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য এ তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ তিনটি বিষয়ে বাংলাদেশে এখন শতভাগ নিশ্চয়তা রয়েছে।

গতকাল বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট ইন ইকোনোমিক জোন অব বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ উৎসাহমূলক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি (বেজা) এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে  মাতলুব আহমাদ আরো বলেন, দেশে বিনিয়োগবান্ধব সরকার রয়েছে। বিনিয়োগ সহায়ক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে। এমনকি কিছুদিন আগে পরিস্থিতি অশান্ত হওয়ার যে একটি পায়তারা হয়েছিল, তাও এখন আর নেই।
দেশের উন্নয়নে বেসরকারি খাতের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ হচ্ছে উন্নয়নের ইঞ্জিন। এই ইঞ্জিনকে সচল রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম বলেন, দেশে যত উন্নয়ন হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তার প্রধান সহযোগী। সরকারের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানসমূহ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রতি সপ্তাহে শতশত কোটি টাকার প্রকল্প পাশ হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের হাত ধরেই এগুলো এগিয়ে যাচ্ছে। সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।