নিউজ ডেস্ক:
চাঁদাবাজ ও দখলদারদের থেকে প্রবাসীর পরিবারের জীবন ও সম্পদ রক্ষার জন্য সরকারের কাছে সাহায্য চেয়ে সৌদি আরবের রিয়াদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফা ডাঙ্গা উপজেলার মহিষারঘোপ গ্রামের আলি মোল্লার ছেলে দবির মোল্লা এবং কবির মোল্লা।
দুই সহোদর জানান, বিগত ১৭ বছর ধরে সৌদি আরবের তারা টেক্সি চালান। সেই সুবাধে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে নিজ এলাকায় কিছু জমি খরিদ করার পর তা স্থানীয় চাঁদাবাজদের নজরে আসে। দবির মোল্লা এবং তার বড় ভাই কবির মোল্লার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তাদের ৩ লাখ টাকা দাবির প্রেক্ষিতে দুই দফায় ১ লক্ষ টাকা পরিশোধ করলেও চাঁদাবাজীরা ক্ষান্ত হয় নি।
সংবাদ সম্মেলনে দবির মোল্লা বলেন, দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন(?)। আমি এবং আমার ভাই সৌদি আরবে বসে কীভাবে তাদের বাড়িতে হামলা করলাম? তাদের মিথ্যা মামলার কারণে আমরা আজ ৪ বছর যাবত দেশে যেতে পারছিনা।
তিনি আরও বলেন, তদন্ত করে বিবাদীদের মিথ্যা মামলা, জমির ফসল কেটে নেয়ার বিচার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।