নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে টপকে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু সেমিফাইনাল ভারতের কাছে ৯ উইকেটে পরাজয়ের পরে টাইগারদের ফাইনালের স্বপ্নযাত্রা থেমে যায়। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ দুই মাসের সফর শেষে আজ টাইগাররা দেশে ফিরলেন।
সকাল পৌঁনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যদিও সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা বিমানটির বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বিমানবন্দরে নেমে টাইফার অধিনায়ক মাশরাফি সাংবাদিকদের বলেন, ” অবশ্যই ভালো লেগেছে যে, আমরা সেমিফাইনালে উঠেছি। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা বড় সুযোগ পেয়েছিলাম। সেই বড় সুযোগ হাতছাড়া হয়েছে। সেটা আমাদের জন্য হতাশার। ”
উল্লেখ্য ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল ২৭ এপিল দেশ ত্যাগ করে। প্রথমে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যায় টাইগাররা। সেই সিরিজে আয়ারল্যান্ডের সঙ্গে দুইটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ।
এরপর ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছায়। ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বড় সংগ্রহ করেও হেরে যায় টাইগাররা। ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যার ফলে এক পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। আর ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পায় সেমিফাইনালের টিকিট। তবে ফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় টাইগাররা।