নিউজ ডেস্ক:
দেশে ফিরছেন সাকিব! না, কোনো দুঃসংবাদ না। বোনের বিয়ে উপলক্ষে দেশে ফিরছেন তিনি। বৃহস্পতিবার (৪মে) সকালে দেশে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। চলতি আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। বাকি ম্যাচগুলোতে বসে ছিলেন ডাগআউটে। তবে দেশে ফিরে বোনের বিয়ে শেষে রাতেই ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন সাকিব।
এদিকে, সম্প্রতি স্ত্রী অসুস্থ থাকার কারণে দেশে ফিরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও আইপিএলের জন্য ভারতে অবস্থান করায় এখনও যোগ দেননি ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্পে। বিসিবির পরিকল্পনা অনুসারে মোস্তাফিজ, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান একসঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন।