নিউজ ডেস্ক:
দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আলকায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আলকায়েদা বলে প্রচার করে।
বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে জাবি শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাঁর নেতৃত্ব দিয়ে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তা অব্যাহত থাকলে বাংলাদেশ তখনই মধ্যম আয়ের দেশে পরিণত হত। কিন্তু ’৭৫ এর ঘাতকরা তা হতে দেয়নি। ’৭৫ এর ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তারা শেখ হাসিনার উপর ১৯ বার হামলা করেছে। কিন্তু জনগণ আমাদের পাশে আছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, মা-ছেলে মিলে বিদেশে গিয়ে যতই ষড়যন্ত্র করুন, ক্ষমতায় আসতে পারবেন না। জনগণের ইচ্ছা ছাড়া বিদেশিদের দালালি করে বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। খালেদা জিয়া সরকারেও যেমন ব্যর্থ তেমনি সে আন্দোলনেও ব্যর্থ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে শেখ হাসিনা টানা ৩য় বারের মত প্রধানমন্ত্রী হয়ে হ্যাটট্রিক করবেন।
শাখা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক, জাবির বিভিন্ন বিভাগের শিক্ষকরাসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।