বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

নিউজ ডেস্ক:‘ধর্ষণসহ সকল নারী নির্যাতন প্রতিরোধে আমরা’ এ স্লোগানে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী রুবেল হোসেন, অধ্যক্ষ সুব্রত মল্লিক, সাজেদুর রহমান ফেটু, সুরাইয়া পারভীন মলি, আশরাফুন্নাহার আশাসহ অন্যরা। বক্তারা, দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular