দেখতে কুৎসিত হওয়ায় বউয়ের হাতে স্বামী খুন !

0
30

নিউজ ডেস্ক:

বিয়ের পর বর দেখে বান্ধবীরা সবাই বলেছিল কুৎসিত দেখতে। আত্মীয় পরিজনরাও সেই একই কথা বলেছিল। তাতেই রেগে আগুন হয়ে যান নববধূ। স্বামীর মাথায় শিলনোড়া দিয়ে আঘাত করে তাকে খুন করে বসলেন ২২ বছরের তরুণী। ভারতের তামিলনাড়ুর কাড্ডালোরে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা যায়, সোমবার রাতে দু’‌জনের মধ্যে বচসা চলছিল। তা চরমে উঠলে লাঠি দিয়ে স্বামীকে আঘাত করতে থাকেন তরুণী। শেষে রান্নাঘর থেকে নোড়া এনে স্বামীর মাথায় আঘাত করেন তিনি।

স্বামীর মৃত্যু নিশ্চিত করে বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন, কেউ তাঁর স্বামীকে খুন করেছে। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়। শেষে স্বামীকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সূত্রঃ আজকাল।