শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুয়েটের শিক্ষক জখম !

নিউজ ডেস্ক:

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাকিব জোবায়ের নামের এক শিক্ষক জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাকিব জোবায়ের রুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রভাষক।

রুয়েটের উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা বলেন, সন্ধ্যায় ওই শিক্ষক তাঁর বাসা থেকে বের হয়ে অক্ট্রয় মোড়ের দিকে আসছিলেন। ওই সময় তিনজন লোক তাঁকে পথরোধ করে মারধর করে এবং তাঁর হাতে ও পায়ের তালুতে ছুরিকাঘাত করে। এসময় তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এখনো থানায় কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular