‘দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক কর্মীদের ভূমিকা মুখ্য’

0
45

নিউজ ডেস্ক:

রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি একটি মহামারি রোগ। এটি প্রতিরোধ করতে একদিকে যেমন প্রয়োজন জনসচেতনতা অন্যদিকে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কেননা সংসদের উর্ধ্বতন কর্মকর্তারা যদি দুর্নীতি প্রতিরোধে কাজ না করেন, তাহলে কোনোভাবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরাই পারেন একটি সুন্দর সমাজ গড়তে। তাই দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক কর্মীদের ভূমিকা মুখ্য। আজ দুপুরে রাজধানীর তেজগাঁওর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজনৈতিক সদিচ্ছা নাকি জনসচেতনতা কোনটি দুর্নীতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক দুর্নীতিকারীকে শাস্তির আওতায় আনতে হবে। ছোট-বড় বলতে কোনো দুর্নীতি নেই। এই জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো কঠোর হতে হবে। প্রত্যেকটি মামলার অনুসন্ধান সঠিকভাবে করতে হবে। কেননা দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই।