দুর্নীতির মামলায় রাসেলকে হাইকোর্টের জামিন !

0
33

নিউজ ডেস্ক:

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শওকত আজিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
তবে হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি জানান, শওকত আজিজ ও আশফাক আজিজের নামে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক। পরের দিনই শওকত আজিজ রাসেলকে পরীবাগ থেকে গ্রেপ্তার করে দুদক। পরে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন শওকত আজিজ রাসেল।
মঙ্গলবার আদালত রাসেলকে তিন মাসের জামিন দেওয়ার পাশাপাশি কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন।