বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দুর্দান্ত জয় দিয়ে বছর শেষ করল পিএসজি !

নিউজ ডেস্ক:

ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক জয় দিয়ে আনন্দে বছর শেষ করলো পিএসজি। ২০১৭ সালে নিজেদের শেষ ম্যাচে কানকে ৩-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

বুধবার রাতে টেবিলের দশম স্থানে থেকে খেলতে নামা দলটির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্মক খেলে পিএসজি। এদিনসন কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। দলের শেষ গোলটি ইউরির।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেতে পারতো পিএসজি। হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। তাকে ঠেকাতে এগিয়ে আসা গোলরক্ষক পিছলে পড়ে যান; কিন্তু ফাঁকা জাল পেয়েও গোল করতে ব্যর্থ হন ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচে ২১তম মিনিটেই অবশ্য এদিনসন কাভানির চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এমবাপের বাড়ানো বলে ছয় গজ বক্সের ঠিক বাইরে দারুণ নৈপুণ্যে ডান পায়ের পিছনের অংশের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ে স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে কাভানি আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করলে পরের মিনিটেই বাঁ-দিক থেকে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে লিগে ব্যক্তিগত অষ্টম গোলটি করেন এমবাপে।

এরপর ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইউরি। নেইমারের পাস ধরে জোরালো শটে গোলটি করেন জুলাইয়ে দলে আসা স্প্যানিশ এই ডিফেন্ডার।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সে চিয়াগো সিলভা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টিটি পায় অতিথিরা। আর স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন ইভান সান্তিনি।

১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে বছর শেষ করলো শীর্ষে থাকা পিএসজি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular