শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সিসিকের অনুদান প্রদান !

নিউজ ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর পূজামণ্ডপে অনুদান প্রদান করেছে সিটি করপোরেশন (সিসিক)।

৪৭টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার সকালে এক মতবিনিময় সভায় এই অনুদান প্রদান করা হয়।

মতবিনিময় সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক এবিএম ফেরদৌস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, রাজিক মিয়া, শাহানারা বেগম, দিবা রাণী দে, সালেহা কবির শেপী, আমেনা বেগম রুমি, সিসিকের সচিব বদরুল হক প্রমুখ।

সভায় মেয়র আরিফ বলেন, দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular