দুদকের মামলায় গণপূর্তমন্ত্রীর জামিন !

0
31

নিউজ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক)করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে মন্ত্রীসহ একই মামলা আরও একজন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

অপর আসামি হলেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরী।
জরুরি অবস্থা চলাকালীন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি করা হয়েছিলো।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ফখরুল আনোয়ারের আত্মসমর্পণ ও জামিন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারে একই দপ্তরের দায়িত্বে ছিলেন।  সেই সময়ে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম ২০০৭ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও এই মামলায় আসামি করা হয় ফটিকছড়ি উপজেলার তৎকালীন এমপি রফিকুল আনোয়ার ও তার ছোট ভাই হোটেল গোল্ডেন ইন লিমিডেটের পরিচালক ফখরুল আনোয়ারকে। পরে রফিকুল আনোয়ারের মৃত্যু হলে আসামির তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়।

জরুরি অবস্থা শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্ট থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে তা বাতিল করা হয়।
গত বছরের ৮ মে আপিল বিভাগের এই আদেশ আসার পর ওই দুর্নীতি মামলার তদন্ত আবারও শুরু করেছে দুদক।