বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ আর্নে স্লট

মাঠে রীতিমত হাঙ্গামা লেগে গিয়েছিল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে লিভারপুল ২-২ গোলে ড্র করার পরই স্টেডিয়ামের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা।

রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।

মূলত সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। এরপর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে বলেছে, লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে মার্সিসাইড ডার্বির শেষে আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য বরখাস্ত করা হয়েছে। এর ফলে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন।

উল্লেখ্য, আগামী রোববার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এবং বৃহস্পতিবার অ্যাস্টন ভিলায় লিভারপুলের পরবর্তী দুটি ম্যাচে স্লট থাকতে পারবেন না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular