বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা চান না কঙ্গনা !

নিউজ ডেস্ক:

পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘‌পদ্মাবতী’‌ ও দীপিকা পাড়ুকোনকে যখন গোটা বলিউড-টলিউড‌ সমর্থন করছে, সেখানে বেকে বসলেন আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যা বলিউডের অনেকের কাছেই বিস্ময়ের উদ্রেক করেছে।

জানা গেছে, নরেন্দ্র মোদির কাছে শাবানা আজমি ‘‌পদ্মাবতী’‌ নিয়ে একটি আবেদনপত্র শীঘ্রই জমা দিতে চলেছেন। যে আবেদনপত্রে দীপিকা পাড়ুকোনের নিরাপত্তাকে নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সেই আবেদনপত্রে বলিউডের খ্যাতনামা অভিনেতা-পরিচালক-প্রযোজকরা সাক্ষর করলেও কঙ্গনা সেই আবেদনপত্রে সাক্ষর করেননি। কঙ্গনার এমন আচরণ খোদ শাবানা আজমির কাছে খুবই বিস্ময়কর এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আসলে এই দুই অভিনেত্রীর মধ্যে ভেতরে ভেতরে ঠাণ্ডা লড়াই চলছে বহুদিন ধরেই। যা এবার প্রকাশ্যে চলে এল।
যদিও দীপিকা তার ‘‌হ্যাপি নিউ ইয়ার’‌ ছবির জন্য পুরস্কার জেতার পর তা উৎসর্গ করেন কঙ্গনাকেই। কারণ ‘‌কুইন’‌ ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন কঙ্গনা। এমনকী, দীপিকা প্রকাশ্যে কঙ্গনার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেছিলেন।
কিন্তু কঙ্গনার স্বভাবই হল কাউকেই তিনি বিশেষ সহ্য করতে পারেন না। ব্যতিক্রম নয় দীপিকাও।

Similar Articles

Advertismentspot_img

Most Popular