বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দীপিকা আর রণবীরের বিয়ে কোথায় হবে?

নিউজ ডেস্ক:

নিজের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে সর্বোচ্চ নীরবতা বজায় রেখেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাই বলে বিয়ের কাজ থেমে নেই। এরই মধ্যে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ের জন্য দুটি তারিখ জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ১০ বা ১৮ নভেম্বর বিয়ে করছেন বলিউডের এই তারকা জুটি। তবে বেশি শোনা যাচ্ছে ১০ নভেম্বর তারিখটি।

বলিউড তারকা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে কোথায় হবে? শোনা যাচ্ছে, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন নাকি দেশের বাইরে বিয়ের পরিকল্পনা করছেন। রণবীর সিং সুইজারল্যান্ড পর্যটনের শুভেচ্ছা দূত। সুইজারল্যান্ডের সরকার চাচ্ছে, বলিউডের এই আলোচিত বিয়েটা যেন তাদের দেশে হয়। কিন্তু এই তারকা জুটি কী ভাবছেন? তাঁদের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, এই তারকা জুটি বিয়ের জন্য ইতালিকে বেছে নিচ্ছেন। এরই মধ্যে নাকি সেখানে হোটেল বুক করা হয়েছে। ওয়েডিং প্ল্যানার বুক করা হয়েছে। দীপিকার বাবা সবকিছু ঠিক করতে ইতালি চলে গেছেন। দীপিকা আর রণবীর যেমন প্রস্তুতি নিয়ে কিছুই বলছেন না, ঠিক তেমনি তাঁরা বিয়ের ব্যাপারেও শতভাগ গোপনীয়তা রক্ষা করতে চান। এই দুই তারকা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে রণবীর আর দীপিকার পরিবার নাকি রাজস্থানের উদয়পুরে বিয়ের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে না। কেন হচ্ছে না, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। তবে একটা খবর নিশ্চিত হওয়া গেছে, বিরাট কোহলি আর আনুশকা শর্মার মতো তাঁরাও বিয়ের পর রিসেপশন পার্টি মুম্বাইয়ে করবেন। তবে একটি রিসেপশন পার্টি হবে বেঙ্গালুরুতে।

এর আগে বিরাট কোহলি আর আনুশকা শর্মা বিয়ের জন্য বেছে নেন ইতালির তাসকানি শহরকে। বিরাট কোহলি আর আনুশকার মতো বিয়ের আগে বিয়ে নিয়ে একটা বিজ্ঞাপনে দেখা যাবে ‘দীপবীর’কে। বিরাট ও আনুশকা যে প্রতিষ্ঠানের হয়ে প্রচার করেছিলেন, রণবীর আর দীপিকাকেও একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা যাবে।

মুম্বাইয়ে নিজের একাধিক ফ্ল্যাট থাকার পরও রণবীর নাকি ইদানীং লন্ডনে একটি বাংলো কিনেছেন।

শোনা যাচ্ছে, রণবীর ও দীপিকার আশীর্বাদ হয়ে গেছে। গত বছর তাঁরা যখন শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন, তখন দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের ‘রোকা’ (আশীর্বাদ) হয়। এই দুই তারকার বিয়ে ঘিরে চারদিকে এত জল্পনাকল্পনা, কিন্তু রণবীর ও দীপিকা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাঁরা এই গুঞ্জনের পক্ষে বা বিপক্ষে কিছুই বলছেন না। গত মাস থেকে বিয়ের কেনাকাটা শুরু করেছেন দীপিকা ও তাঁর মা উজ্জ্বলা। কিছুদিন আগে তাঁদের একটি গয়নার দোকানে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর সম্প্রতি তাঁর নিজের নতুন লুকের একটি সেলফি পোস্ট করেন। এই ছবি দেখে দীপিকা লিখেছেন ‘মাইন’, অর্থাৎ ‘আমার’। কথায় আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাই দীপিকার একটি শব্দই সব প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট। মাত্র একটি শব্দ প্রয়োগ করে তিনি স্বীকার করেন নিজের ভালোবাসাকে। আর এই স্বীকারোক্তি তাঁদের বিয়ের খবরকে আরও উসকে দেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular