বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দীপিকাকে ফেলে সোনাক্ষীর সঙ্গে নাচে মজলেন রণবীর !

নিউজ ডেস্ক:

সাউন্ড ট্র্যাকে চলছে ‘শাড়ি কে ফাল সা’ গানটি। আর দুই জনে মিলে নেচেই চলেছেন। আশপাশে কী যে চলছে তার হুঁশ নেই। দুই জনই মগ্ন নাচে। এই দুই জনের একজন হলেন রণবীর সিং। তবে অন্যজন কিন্তু দীপিকা নন, সোনাক্ষী সিনহা।

জানা গেছে, এই উদ্দাম নাচের সময় দীপিকা নয়, রণবীর সঙ্গে ছিলেন তার ‘লুটেরা’ ছবির নায়িকা। আর এসবই চলছিল মুম্বাইয়ের বান্দ্রায় গৌরী খানের নতুন বার ও রেস্তোরাঁ ‘আর্থ’-এ। সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ‘আর্থ’-এ রণবীর-সোনাক্ষীর সেই নাচ। বেশ বোঝা যাচ্ছিল তারা দু’জনেই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন।

এর আগে ‘লুটেরা’ ছবিতে রণবীর সিং ও সোনাক্ষী সিনহার রোম্যান্স মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের।
পাঁচের দশকের পটভূমিতে তৈরি ফিল্মের ‘সওয়ার লু’ গানটি ছুঁয়ে গিয়েছিল হৃদয়। তবে তারপর অবশ্য রণবীর-সোনাক্ষীকে আর কোনও ফিল্মে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

তবে ভক্তরা অবশ্য ফের একবার সিনেমায় দেখতে চান এই ‘লুটেরা’ জুটিকে। তবে আপাতত ভক্তদের সেই আকাঙ্খা এই নাচেই পূরণ করলেন রণবীর-সোনাক্ষী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular