বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দিন শেষে ৪ রানের আক্ষেপ করুণারত্নের !

নিউজ ডেস্ক:

দুবাইতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৮২ রানে। চার রানের জন্য দ্বিশতরান পেলেন না দিমুথ করুণারত্নে।

দিমুথ করুণারত্নে ১৯৬ রানে আউট হন। তার ইনিংসে রয়েছে ১৯টি চার ও ১টি ছয়। এছাড়াও রান পেয়েছেন দীনেশ চান্ডিমাল (‌৬২)‌, নিরোশান ডিকওয়ালে (‌৫২)‌ এবং দিলরুয়ান পেরেরা (‌৫৮)‌। পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ পেলেন ৬ উইকেট।

জবাবে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫১। উইকেটে রয়েছেন শান মাসুদ (‌১৫)‌ এবং সামি আসলাম (‌৩০)‌। দুই টেস্টের সিরিজে ১–০ এগিয়ে আছে শ্রীলঙ্কা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular