দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ !

0
8

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে অব্যাহত রেখেছে।

বুধবার সকাল ১০টা থেকে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা । এতে দিনাজপুরের সাথে রংপুরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় কোনও বিভাগে ক্লাস কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বুধবার।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের কোন কর্মসূচী না থাকলেও আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা।

অবরোধ করার আগে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে অবরোধে যোগ দেয়। অবরোধ চলা কালে বিক্ষোভ প্রদর্শন করে।