এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
গতকাল দিনাজপুর পল্লীশ্রী মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের আয়োজনে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন উপলক্ষে মিলন মেলায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক, কৌতুক, আবৃতি, র্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুরজাহান বেগম, মমতাজ বেগম, কুলসুম আপা, নুরুন নাহার, প্রাক্তন ছাত্রী নাফিসা সুলতানা, তারিকুন বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শাওন শাহানাজ, ইলোরা চৌধুরী, রওশন আরা ও শাহনাজ শিউলি। শেষে বিজয়ী প্রাক্তন ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।