এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আল¬াহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। শুধু আল¬াহর ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইবাদত বলতে শুধু নামাজ, হজ্জ, যাকাতকেই বুঝায় না বরং ইবাদত বলতে আমাদের দৈনন্দিন কাজগুলো যেমন চাকুরী, ব্যবসা সহ আমাদের সকল কর্মকান্ডই ইবাদত হতে পারে। যদি আমরা তা আল¬াহ ও তার রাসূলের (সাঃ) নির্দেশ মত পালন করি। অর্থাৎ আল¬াহ ও তার রাসূলের নির্দেশ মোতাবেক যখন যা করা হবে সেটাই হবে ইবাদত। হালাল উপার্জন একটি ইবাদত। ইহকাল ও পরকালে সাফল্য লাভের জন্য হালাল উপার্জনের বিকল্প নাই।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, আল¬াহ তা’য়ালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল¬াহ’র নাম ও গুনাবলির মাধ্যমে আল¬াহকে চেনার জন্য এবং তিনি যে নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি আল¬াহর প্রতি অনুগত্যশীল হবে এবং নির্দেশ পালন করবে সে সফলকাম হবে।
৪ জুন রোববার শহরের বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিএমএ জেলা শাখার সভাপতি ডাঃ এস.এম. ওয়ারেস আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আহসান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সারোয়ার জাহান, স্বাচিপের জেলা শাখার সভাপতি ডাঃ আইএফএম শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহাদ আলী, সিভিল সার্জন ডাঃ মাওলা বক্্স চৌধুরী প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ-জাতির ও বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।