মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:– বুকে ও পিঠে ‘দিনাজপুর পৌরসভার দুর্নীতি থামাবে কে? প্রশাসন পৌরবাসী নিরব কেন?’ স্লোগান লিখে রাস্তায় প্রতিবাদে নেমেছেন জেলা পৌরসভাটির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম রমজান। তার অভিযোগ- দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর ও সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকীর দুর্নীতির বেড়া জালে আবদ্ধ এ পৌর সভা। সীমাহীন দুর্নীতি ও অনিয়মে নাস্তানাবুদ হয়ে পড়েছেন পৌরবাসী।
সোমবার (২২শে মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতাল মোড়ে ওই কাউন্সিলরকে প্রতিবাদ জানাতে দেখা যায়।
কাউন্সিলর আশরাফুল আলম রমজান জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর ও নাগরিকদের সঙ্গে নিয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা রাখা হবে। ভবন তৈরির পরিকল্পনা পাশে নিয়ম মানার পরিবর্তে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ১০/-১৫ হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ তোলেন কয়েকজন ভুক্তভোগী। সেবা থেকে বঞ্চিত নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তবে তার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান প্রকৌশলী ও হিসাব শাখাসহ তার কক্ষে তালা ঝুলিয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বলে দুনীতি দমন ব্যুরোর কর্মকর্তারা সনদ দিয়েছে তাকে। প্রয়োজনে আবারো তদন্তে আপত্তি নেই তার বলে মেয়র জানান।
এ দিকে অবিলম্বে এ সব দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলর রমজান।