বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দিনাজপুর পিটিআই এর উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- “একটি গাছ একটি প্রাণ-সবুজ পৃথিবী উন্নত বাংলাদেশ”এই শ্লোগানকে বাস্তবরূপ দিতে দিনাজপুর পিটিআই এর উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।
দিনাজপুর প্রাইমারী টির্চাস ট্রেনিং ইন্সিটিটিউট (পিটিআই)’র উদ্দ্যোগে রবিবার আয়োজিত ইন্সিটিটিউট প্রাঙ্গনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করেন টির্চাস ট্রেনিং ইন্সিটিটিউট’র সুপারিনটেনডেন্ট মোছামৎ দিলরুবা চৌধুরী। তিনি ট্রেনিং ইন্সিটিটিউট’র প্রশাসনিক ভবনের সামনে একটি গন্ধরাজ ফুল গাছের চারারোপন করেন।
বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করে দিলরুবা চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা বর্ধিতহারে বৃক্ষরোপনের জন্যে দেশবাসীকে আহবান জানিয়েছেন তাই সকলে মিলে একটি করে বৃক্ষরোপন করলে সারাদেশে সবুজের সমারোহ ঘটবে এবং দেশের মানুষ স্বাস্থ্য ও অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
তিনি বলেন, সারাদেশে কেবলমাত্র প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেকেই যদি একটি করে বৃক্ষরোপন করলে দেশব্যাপী কমপক্ষে চারলক্ষ বৃক্ষরোপন করা সম্ভব হবে। এভাবেই এক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন স্বার্থক হবে।
এসময় পিটিআই ক্যাপাসে সকল ইন্সট্্রাক্টর, রির্সোস র্পাসন, পরিক্ষন বিদ্যালয়ের শিক্ষক, অফিস কর্মকর্তা-কর্মচারী এবং ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের সকল শিক্ষার্থীরা মিলে বৃক্ষরোপন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular