এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিবেশক সমিতি দিনাজপুর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন শুক্রবার দিনাজপুর শহরের গনেশতলাস্থ চিলিস্ চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিতব্য দোয়া ও ইফতার মাহ্ফিলে অংশ নেন পরিবেশক সমিতি দিনাজপুরের সভাপতি মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা, সহ-সভাপতি মানবেন্দ্র নাথ দাস মনোজ, এম এ মামুন বিপ্লব, সাবেক সভাপতি মোঃ শফিউল্লাহ্ খান শুকলা, সাধারন সম্পাদক মোঃ শামীম কবীর, যুগ্ন সম্পাদক মোঃ কাজী গোলাম জিলানী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, ইফতার মাহফিলের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর কবীর রিপন, সদস্য মোঃ সামিউল্লাহ্ জুয়েল, মোঃ আব্দুস সালাম, মোঃ সাঈদ আজমিরুল ইসলাম সুজন, অশিত চক্রবর্তী। এছাড়াও ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব¡ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রতীক রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে সংগঠনের, দেশ জাতির ও বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।