বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু !

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত সাবেক ইউপি সদস্য ছবেদ আলী (৪০) বুধবার (২৯শে মার্চ) রাত পৌনে ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছবেদ আলী সদর উপজেলার নয় নম্বর আস্করপুর ইউনিয়নের সাবেক সদস্য ও তাজপুর নয়াহাট এলাকার মৃত তকিব উল্লাহ সরকার কান্দুরা মেম্বারের ছেলে।

এর আগে ওইদিন বিকেলে উপজেলার বাঁশের হাট এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ছবেদ আলীর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular