দিনাজপুরে সর্ববৃহৎ ঈদের জামাত সম্পন্নে সকলের সহযোগীতা চাইলেন হুইপ ইকবালুর রহিম এমপি

0
10

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর গোর এ শহীদ বড়ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত করার জন্য সকলের সহযোগীতা কামনা করে বলেন, এই জামাতের মধ্য দিয়ে দিনাজপুর তথা বাংলাদেশের পরিচিতি বিশ্বের দরবারের তুলে ধরা হবে।তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও শান্তি সম্প্রতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষের ধর্ম পালনের সবার সমান অধিকার রয়েছে। এই ঈদের জামাতের মধ্যদিয়ে তা তুলে ধরা হবে।
৩ মে বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গোর এ শহীদ ঈদগাহ এর ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: হামিদুল আলম বিপিএম, বিজিবির মেজর রবিউর ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান মাসুদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরুজুল ইসলাম ফিরোজ, জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম, বাস মালিক গ্রæপের সভাপতি ভবানি শংকর আগরওয়ালা, সাধারন সম্পাদক পিম চৌধুরী, হোটেল রেস্তোরা মলিক সমিতির সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, সাংবাদিক ওয়াহেদুল আলম আর্টিস্ট, সালাউদ্দীন আহমেদ, ফটো সাংবাদিক নুর ইসলাম প্রমুখ।