এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশীদ দিনাজপুরে আগমন করলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মোড়ে দিনাজপুর শহর যুবলীগ ও কোতয়ালী যুবলীগের নেতাকর্মীরা ফুলেল সংবর্ধনা জানান।
২৩ মে মঙ্গলবার শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন এবং কোতয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দীন ও সাধারন সম্পাদক নুরে আলমের নেতৃত্বে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মোড়ে শহর ও কোতয়ালী যুবলীগের নেতাকর্মীরা এ সংবর্ধনা দেন। এ দিকে ডায়াবেটিস মোড় থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশের নেতৃত্বে ফুলেল সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, যুবলীগ নেতা সাব্বির আহমেদ সুজন, ১নং চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন চন্দ্র রায়, সাধারন সম্পাদক আমানুল্লাহ আমান, ৭নং উথরাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মালেক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশীদ ঠাকুরগাও জেলা সম্মেলনে যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ ও সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে পৌর শহরের পুরাতন শহীদ মিনার চত্তরেও সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা কালে চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি থামাতে বিএনপি-জামায়াত বাধাগ্রস্থ করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। যে কোন মুল্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গি ও নৈরাজ্যকে প্রতিহত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবরো শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে জনগনের কল্যানে কাজ করতে হবে।