মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- “পূর্ণ চিকিৎসায় যক্ষ্মা ভাল হয়”- এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ই মার্চ) মালদহপট্টিস্থ দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির কার্যালয়ে নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ বিষয় বিস্তারিত আলোচনা করেন কালিতলা টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সঞ্চিতা রাণী দাস। যক্ষ্মা রোগ বিষয় তথ্য ভিত্তিক আলোচনা করেন নাটাব কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি মোঃ কাওছার উদ্দীন।
মতবিনিময় সভায় আয়োজক জানায়, ২০১৪ সালে তথ্য অনুযায়ী বছরে প্রতি লাখে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ২২৭ জন। বছরে প্রতি লাখে পুরাতন ও নতুনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ৪০৪ জন। যক্ষ্মায় মৃত্যুর হার প্রতি লাখে প্রতি বছর ৫১ জন।