এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে পিএসটিসি’র সংযোগ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
২০ জুন মঙ্গলবার শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার-পিএসটিসি সংযোগ প্রকল্প দিনাজপুর আয়োজিত অনুকুল সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরীর জন্য নির্বাচিত স্থানীয় কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রজেক্টরের মাধ্যমে পিএসটিসি’র বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন সংযোগ প্রকল্প দিনাজপুরের জেলা সমন্বয়কারী সৈয়দা নুরে নাবিলা তাবাসসুম। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিল্ড সুপার ভাইজার মোঃ মামুনুর রহমান ও সহযোগী প্রশিক্ষক ছিলেন শাহনাজ পারভীন। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, পারিবারিকভাবে আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমাদের অবশ্যই এইডস থেকে বাঁচার জন্য লজ্জা দূর করতে হবে। ওরিয়েন্টেশনে উক্ত প্রকল্পের নির্বাচিত স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যগণ অংশ নেন।