এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত ৫নং শশরা ইউনিয়ন শাখার উদ্যোগে ৯ জুন শুক্রবার বিকেল ৫টায় ফাসিলাডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা মরহুম জননেতা শফিউল আলম প্রধানের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫নং শশরা ইউনিয়ন জাগপার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ রকিব উদ্দিন চৌধুরী মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং শশরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জাগপার সহ-সভাপতি আব্দুর রহমান ও জাগপা নেতা ওয়ামিক আলভী তুহিন। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, যুব জাগপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মাসুদ পারভেজ, মোঃ মাজেদ, মোঃ রাজু, মোঃ সোহাগ ও চঞ্চল। ছাত্রলীগ জাগপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব শফিক আহমেদ ও সদস্য আবুল সরকার। সভা পরিচালনা করেন ৫নং শশরা ইউনিয়ন জাগপার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মরহুম শফিউল আলম প্রধান মাটি ও মানুষের রাজনীতি করেছেন। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যও জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও ইসলামী মূল্যবোধের জন্য সংগ্রাম করতে গিয়ে শাসক গোষ্ঠীরা বার বার গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন। মরহুম জননেতা শফিউল আলম প্রধান ১৯৭১ এর ২৩ মার্চ দিনাজপুরের কোতয়ালী থানায় পরাধীন রাষ্ট্রের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। দেশের ছিট মহলগুলি ভারতের অবরুদ্ধের বিরুদ্ধে বেরুবারী ও দহগ্রামে লংমার্চের অধিনায়ক ছিলেন। মরহুম শফিউল আলম প্রধান অন্যায়ের বিরুদ্ধে সর্বসময়ে সংগ্রাম করেছেন। কোন শক্তি, কোন লোভ ও হিংসা তাকে পিছু হটাতে পারেনি। তিনি রাজনীতিতে পরিস্কার ছিলেন। তিনি সকল বিজাতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন করতেন এবং নিজেও সংগ্রাম করেছেন। মরহুম প্রধান জনবান্ধন ও কর্মী বান্ধব ছিলেন। তার রাজনীতিক জীবনে প্রত্যেকটি প্রদক্ষেপ সময়পযোগী ছিলেন। তিনি সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মরহুম জননেতা শফিউল আলম প্রধানের মৃত্যুতে দেশ ও জাতি ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম নির্ভীক ও সাহসী নেতা হারালেন। স্মরণ সভা শেষে মরহুম জননেতা শফিউল আলম প্রধানের রূহের মাগফিরাত চেয়ে দোয়া করা হয়।