এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের সাংবাদিক কাজী শরিফুল ইসলাম মঞ্জুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
২৪ জুলাই সোমবার দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা দমী কাজী জামে মসজিদে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ফরিদপুর গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাযা নামাজে সর্বস্তরের মসল্লি অংশগ্রহন করেন। শরিফুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, কাজী শরিফুল ইসলাম মঞ্জুর ২৩ জুলাই রোববার মৃত্যুবরন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।