বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দারুচিনি-পানির উপকারিতা

দিনের শুরুতে খালি পেটে দারুচিনি-পানি দিনটা স্বাস্থ্যকর করে দিতে পারে। নিয়মিত দারুচিনির পানি পান অসুস্থতা ও সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের বিষাক্ত উপাদান বের করে দেয় এবং শরীরকে ‘ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষয় কমাতে সহায়তা করে।

এক গ্লাস ফোটানো পানিতে এক চিমটি দারুচিনিগুঁড়া মিশিয়ে ১৫-২০ মিনিট সময় রেখে দিতে হবে। তারপর চামচ দিয়ে ধীরে ধীরে নিলে তৈরি হয়ে যাবে দারুচিনি-পানি।

দারুচিনি-পানির উপকারিতা 

হজমশক্তি

দারুচিনি-পানি দেহের হজমকারক এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে এই হজমশক্তি বৃদ্ধি পায়।

বিপাকক্রিয়া

দারুচিনি বিপাকক্রিয়ার হার  বৃদ্ধি করে। দারুচিনি পানি শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন হ্রাসে সাহায্য করে।

অ্যান্টি-অক্সিডেন্ট

দারুচিনি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। তাই দারুচিনি পানি খেলে মানসিক অবসাদ দূর হয়। শরীরের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

হৃৎপিণ্ড সুস্থ 

নিয়মিত দারুচিনি মেশানো পানি খারাপ কোলেস্টেরল ও রীরে জমা হওয়া অতিরিক্ত চর্বি কমায়। এটি শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়ায়। এই পানীয় হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধক্ষমতা 

দারুচিনিতে জীবাণুনাশক উপাদান আছে। খালি পেটে দারুচিনি মেশানো পানি শরীরকে নানা রোগের হাত থেকে রক্ষা করে।

ত্বকের স্বাস্থ্য

দারুচিনির জীবাণুনাশক উপাদান ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এতে থাকা উপাদান ত্বকে ব্রণ উঠতে বাধা দেয়, বিভিন্ন ইনফেকশন বা সংক্রমণ হতে দেয় না। দারুচিনি মেশানো পানি ত্বককে পরিষ্কারও রাখে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular