সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েল রোববার (১০ নভেম্বর) বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এই তথ্য পাওয়া গেছে। এলাকাটি ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। খবর এএফপির।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, ‘সাইয়্যিদা জয়নাব এলাকায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।’ এছাড়া সাইয়্যিদা জয়নাব পৌরসভার কাছে হিজবুল্লাহ সদস্যদের দুটি স্থাপনাতেও আঘাত করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সাইয়্যিদা জয়নাব এলাকার আবাসিক ভবনেও ইসরায়েলি হামলা চালানো হয়, যেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শনিবার সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে ইসরায়েলি হামলায় চারজন ইরানপন্থী যোদ্ধাসহ পাঁচজন নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা।