নিউজ ডেস্ক:
দামেস্কের পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে বিদ্রোহী ও জিহাদিরা। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের প্রাথমিক হামলা প্রতিহত করার দু’দিন পর সেখানে এ হামলা চালানো হয়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভোরে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। জোবার এবং কাবুন জেলার মাঝামাঝি স্থানে সরকারি একটি অবস্থানে বিদ্রোহীরা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সেখানে সকাল পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।