যুবলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা : পুলিশি হস্তক্ষেপে কর্মসূচি পন্ড
নিউজ ডেস্ক: দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও গডফাদারদের গ্রেফতারের দাবীতে মানববন্ধনের প্রস্তুতিকালে যুবলীগের দু’গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশি হস্তক্ষেপে আয়োজন প- হয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজমান রয়েছে। দু’পক্ষের মধ্যে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এলাকায় কোনভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার সন্ধ্যার পর দামুড়হুদা বাসস্ট্যান্ডে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ গ্রুপ এবং আরেক পক্ষের আহবায়ক অ্যাড. আবু তালেব গ্রুপের মধ্যে বাকবিতান্ডার ঘটনা ঘটে।
এ বিষয়ে অ্যাড. আবু তালেব জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে একযোগে মাদক বিরোধী অভিযান চলছে। অন্যান্য এলাকায় কয়েক গডফাদার গ্রেফতার হলেও আমাদের এলাকায় এখনও পর্যন্ত কোন গডফাদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে এলাকার সুশিল সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করি। আমরা সরকারি এজেন্ডা বাস্তবায়ন করছি। তা ছাড়া ব্যানারে কারো নাম মেনশন করা হয়নি। অথচ অপর পক্ষের লোকজন পুলিশের সহযোগিতায় কর্মসূচি বন্ধ করে দেয়। আজ রোববার পুনরায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হলেও পুলিশ সুপারের নির্দেশে তা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।