দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চােিলয়ে ৩ শ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

0
23

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চােিলয়ে ৩ শ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- দামুড়হুদা দশমিপাড়ার মৃত হাজারী মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম লাল্টু (৫০), একই পাড়ার ফকির মোহাম্মদের ছেলে আসাদুল (৩০) ও জয়রামপুর শাহপাড়ার নুরু শাহর ছেলে আলীম (৪৮)। গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা দশমীপাড়ার শরিফুল ইসলাম লাল্টুর নিজ বাড়ি হতে তাঁদেরকে আটক করে পুলিশ।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোসলেম উদ্দীন ও এএসআই সাইদুজ্জামান ফোর্স নিয়ে দামুড়হুদা দশমিপাড়ার শরিফুল ইসলাম লাল্টু, একই পাড়ার আশাদুল ইসলাম ও আলীমকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।