শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধু বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক:দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে ৩৪ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। ক্যাব চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ অভিযানে সহায়তা করে।
অভিযানকালে জয়রামপুর কাঁঠালতলা বাজারে বন্ধু বেকারীতে পাওয়া যায় নানা অনিয়মের চিত্র। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিস্কুট তৈরিতে ব্যবহার করা হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক এমোনিয়া। এ ছাড়াও আইন অনুযায়ী উৎপাদিত পণ্যের মোড়ক আবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের পরিমাপ, উৎপাদন, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক থাকলেও তা না মানার কারণে বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সারের মুল্যতালিকা না থাকা, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘœকারী কাজের জন্য একই আইনের ৩৮, ৫২ ধারায় ফারুক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা হয়। অপরদিকে মাস্টার ট্রেডার্সে কোনও প্রকার বিস্ফোরক লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কাজের জন্য ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular