দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর গুরতর আহত

0
26

নিউজ ডেস্ক:দামুড়হুদায় সিমেন্ট বোঝায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুকুল (১১) নামের এক কিশোর গুরতর আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আহত আবু হানিফ ওরফে মুকুল উপজেলার বদনপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। স্থানীরা তাঁকে রক্তাক্ত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে দামুড়হুদা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

জানা যায়, দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে আবু হানিফ ওরফে মুকুল দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজের ওপর মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। এমন সময় একটি সিমেন্ট বোঝায় ট্রাক (যার নম্বর ঢাকা মেট্টো-ট ১৬-৯৬৭৩) কার্পাসডাঙ্গার দিকে যাওয়ার সময় তার ডান পায়ের পাতা পিষ্ট করে তার ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই কিশোর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা লোকজন ও উপজেলা যুবলীগের সাধারণ সাম্পাদক হযরত আলী তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। পরে মডেল থানার পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নেয়।দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘একটি ট্রাক মুকুল নামের এক কিশোরের পা ঘেষে যাওয়ায় সে রক্তাক্ত জখম হয়েছে। ট্রাকটি থানা হেফাযতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।’