বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দামুড়হুদায় ছুরিকাঘাতে যুবক জখম

নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তফা (২০) নামের এক যুবক জখম হয়েছে। জখম যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নতুন হাউলী গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। জখম যুবক দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামের নওশাদ আলীর ছেলে। জানা যায়, মোস্তফা ব্যাডমিন্টন খেলার জন্য ইলেকট্রিক তার ক্রয় করে। এই তার দিয়ে ব্যাডমিন্টন কোর্টটিতে ইলেকট্রিক বাল্ব জ্বালানো হয়। তারটি একই এলাকার রমজান আলীর ছেলে রকিবুলের কাছে গচ্ছিত রাখে মোস্তফা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য মোস্তফা, রকিবুলের কাছে তার চাইতে গেলে রকিবুল তার দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রকিবুল একটি ধারালো ছুরি দিয়ে মোস্তফার পেটে দুই জায়গায় আঘাত করে। এতে মোস্তফা গুরুত্বর জখম হন। পরে পরিবারের সদস্যরা তৎক্ষনাত আহত মোস্তফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আহত মোস্তফা এখন আশঙ্কামুক্ত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular