বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দামুড়হুদায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক শাহিন গ্রেফতার

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা দামুড়হুদায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার শাহিনুজ্জামান ওরফে শাহিন (৩০) উপজেলার মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের  ইসলাম উদ্দীনের ছেলে। শনিবারের এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন।দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শনিবার বিকেল ৫টার দিকে শিক্ষক শাহিন প্রাইভেট পড়ানো শেষে ওই ছাত্রীর স্পর্শকাতরস্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।তিনি জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের নামে রোববার রাত সাড়ে ১০টার দিকে মামলা করেছেন।এদিকে স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানাজানি হয়ে পড়লে পরদিন রোববার বিকেলে বিদ্যালয়ে শিক্ষক শাহিনের বিরুদ্ধে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকের এক পর্যায়ে স্থানীয় পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান রোকন মোবাইল ফোনে ছবি তোলেন। রোকন জানান, এ নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন খুশিসহ স্থানীয় লোকজন তাকে মারধর করে মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular