গ্রেফতার আবু জাফর উজিরপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে দামুড়হুদা থানার এসআই মাহবুবুর রহমানসঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওদুদশাহ ডিগ্রি কলেজের মেইন গেইটের সামনের সড়ক থেকে আবু জাফরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫শ’ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে