ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরু থেকেই দুরন্ত ঘোড়ার মতো ছুটছেন আর্লিং হলান্ড। টানা দুই ম্যাচে হ্যাটট্রিকসহ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচের মধ্যে টানা ৫ ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। বল পায়ে দুর্দান্ত ফর্মে থাকা হলান্ড সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায়ও আছেন শীর্ষে।
বাজারদর বিশ্লেষণ করে ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফারমার্কেট। ওয়েবসাইটটির প্রকাশিত তালিকায় সবার উপরে আছেন হলান্ড। বর্তমানে তাঁর বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। ২০২২ সালে হলান্ড যখন ৬০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তখন তাঁর বাজারমূল্য ছিল ১৫০ মিলিয়ন ইউরো।
২০২২ সালের নভেম্বরেই হলান্ডের বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ১৭০ মিলিয়ন ইউরোতে। এরপর ২০২৩ সালের জুন নাগাদ তা বেড়ে হয় ১৮০ মিলিয়ন ইউরো। চলতি বছরের অক্টোবরের আগপর্যন্ত তা ১৮০ মিলিয়ন ইউরোই ছিল। চলতি মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের বাজারমূল্য আরও ২০ মিলিয়ন ইউরো বেড়েছে। অথচ হলান্ড যখন ২০১৬ সালের ডিসেম্বরে ১৬ বছর বয়সে নরওয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্রায়নেতে খেলেন তখন তাঁর বাজারমূল্য ছিল ২ লাখ ইউরো।
এদিকে হলান্ড ছাড়া কেবল আর একজন ফুটবলারের বাজারমূল্যই পৌছেছিল ২০ কোটি ইউরোতে। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর কিলিয়ান এমবাপের বাজারমূল্য ছিল ২০ কোটি ইউরো, তখন তিনি পিএসজিতে খেলতেন। এ মৌসুমে ফরাসি এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তাঁর বর্তমান বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো, ট্রান্সফারমার্কেট প্রকাশিত তালিকার ৪ নম্বরে আছেন এই তারকা।
এমবাপের রিয়াল সতীর্থ জুড বেলিংহাম আছেন এ তালিকার দুইয়ে, এরপর তিনে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ দুজনের বাজারমূল্যও ১৮০ মিলিয়ন ইউরো। ১৮০ মিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে এ তালিকার পাঁচে আছেন ম্যানসিটির ফিল ফোডেন। বার্সেলোনার লামিনে ইয়ামাল আছেন ১০ নম্বরে, তাঁর মূল্য ১২০ মিলিয়ন ইউরো।